ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন


১০ নভেম্বর ২০২৫ ২২:৫৮

সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।

 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

 

এর আগে, আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।