ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানে র‌্যাব


২১ নভেম্বর ২০১৮ ২০:৪৪

ঝিনাইদহ সদর উপজেলায় একটি জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান চলছে। বুধবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের শরাফৎ হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

পরে সকাল সাড়ে আটটার দিকে বাড়িটি থেকে আক্তার হোসেন সাগর নামের একজনকে জীবিত উদ্ধার করে র‌্যাব। আক্তার হোসেন সাগর শরাফৎ হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

বাড়ির ভেতর জঙ্গি ও গোলাবারুদ থাকতে পারে বলে জানা গেছে।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। পরে ভোরে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে অভিযান শুরু করে।

তিনি আরও জানান যেকোনো সময় চূড়ান্ত অভিযান শুরু করা হবে। খুলনা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল রওয়ানা হয়েছে।