শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ, শহর থেকে সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের

যুক্তরাষ্ট্রের শিকাগোয় টহলরত সেনাদের ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময়, শহর থেকে সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানান তারা।
রোববার (২৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘অপরাধ দমন’ অভিযানের অংশ হিসেবে পথে পথে টহল দিচ্ছিলো ন্যাশনাল গার্ড এর সেনারা। এ সময় তাদের ঘিরে ধরে সাধারণ মানুষ। অভিবাসী বিষয়ক সংস্থা আইস এর বিরুদ্ধে স্লোগান দেন তারা। সেইসাথে, আইস এজেন্টদের চলে যাওয়ার দাবিও জানানো হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়নের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অপরাধ দমন অভিযান নামে আখ্যা দিয়েছেন এই পদক্ষেপকে। এ পর্যন্ত বিভিন্ন শহরে আটক হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।
অপরদিকে, অপরাধের কোনও রেকর্ড নেই, এমন অনেককেও গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।