নারায়ণগঞ্জে একাধিক মামলার আসামি ইউপি সদস্য সোহেলকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যাসহ একাধিক মামলার আসামি ইউপি সদস্য সোহেল আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।
আড়াইহাজার থানার ওসি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সোহেল। সরকার পতনের পর গা ঢাকা দেয়। আড়াই মাস আগে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও জানান, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি ও মাদক ব্যবসা শুরু করে সোহেল। সকালে এক ব্যবসায়ীর বাড়িতে চাঁদা আনতে গেলে, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় পালিয়ে যায় তার তিন সহযোগী।
সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৩ টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।