ঢাকা সোমবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৫, ১৫ই আশ্বিন ১৪৩২


ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ: জাহিদ হোসেন


২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৮

সংগৃহীত

দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মীসভায় তিনি একথা বলেন।

 

ডা. জাহিদ বলেন, জরিপ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে।

 

তিনি আরও বলেন, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সমতলে ষড়যন্ত্র হবে না, এটা ভাবার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীরা সবসময় বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। দেশের ভেতর থেকেও করবে, বাইরে থেকেও করবে। এ সময়, কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।