ঢাকা সোমবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৫, ১৫ই আশ্বিন ১৪৩২


শার্শার পাটবাড়ী মন্দিরে উপহার পেল অসহায় মানুষ


২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৩

সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকাল ১০টায় যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলের পাটবাড়ি সার্বজনীন মন্দিরে গরীব, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন শার্শা উপজেলার গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা উপজেলা সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোঃ রেজাউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, বেনাপোল থানা।

 

এসময় মন্দিরের সদস্য শ্রী উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী পেয়ে গরীব, অসহায় ও দুঃখী মানুষের মুখে আনন্দ ফুটে ওঠে। তারা আন্তরিকভাবে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন।