ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১৩ই আশ্বিন ১৪৩২


যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে: তারেক রহমান


২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে গণতন্ত্রকামী সবাই এক না থাকলে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্তি করতে চায়, তাদেরকে ভোটের রাজনীতি দিয়ে জবাব দেয়া হবে। মানুষ এখন ভাষণ ও শোষণের রাজনীতি পছন্দ করে না।

 

এ সময় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি সোচ্চার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দিতে বলেন তিনি।