বিএনপিতে যোগ দিলেন শামীম ওসমানের দোসর মডেল গ্রুপের মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জের আলোচিত ও সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান,সেলিম ওসমান ও নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের আস্থাভাজন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ ভোল পাল্টেছেন। নিজেকে এখন সংস্কারবাদি দাবি করে বিএনপিতে যোগ দিয়ে আওয়ামী লীগের দোষারোপ করছেন।
নিজেকে পরিচয় দিচ্ছেন মেড ইন নারায়ণগঞ্জ হিসেবে। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। মাসুদের বাবা আওয়ামীলীগের নেতা ছিলেন। মাসুদ ও মাসুদের বাবা ওসমান পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা সহ একাধিক মামলার আসামি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান মাসুদ কে চাচা বলে সম্বোধন করতেন। আজমেরী ওসমানকে মাসে ৫০ লক্ষ টাকা মাসোওয়ারা দিতেন। আজমেরী ওসমানকে দিয়ে মডেল মাসুদ নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করতেন। সেই কারণেই কেউ মডেল মাসুদের বিরুদ্ধে কোথা বলতে সাহস পেতেন না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন এক সময়ে সেলিম ওসামন , শামীম ওসমানের পরিবারের কাছের লোক হওয়ায় আওয়ামী লীগ থেকে নানা সুবিধা নিয়েছেন। এখন গা বাঁচাতে ভোল পাল্টে ফেলেছেন মাসুদ। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মাসুদ। বিএনপির হাইকমান্ড এবং স্থানীয় বিএনপি নেতাদের মোটা অংকের টাকা দিয়ে পদ কিনতে মাঠে নেমেছেন মাসুদ। এখন মাসুদ বিএনপি নেতা জাকির খানকে মোটা অংকের টাকা দিয়ে নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করছেন। তিনি বলে বেড়াচ্ছেন বিএনপি’র হাইকমান্ডকে যে কোন মূল্যেই ম্যানেজ করবেন, যত টাকা লাগুক।
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও একাধিক বিএনপির নেতা বলেছেন, মাসুদ দলের কেউ না বিএনপির কেউনা। কদিন আগেও তিনি ছিলেন মেড ইন সেলিম ওসামন, মেড ইন আনিসুল হক (সাবেক আইনমন্ত্রী) ছিলেন । এখন সাজছেন মেড ইন নারায়ণগঞ্জ। নির্বাচনও করবেন। নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দারা বলছেন, মাসুদ প্রকুতপক্ষে আওয়ামী ফ্যাসিবাদের দোসর। এখন বিএনপি পরিচয় দিচ্ছে। মানুষকে বিভ্রান্তিতে ফেলছে সে। এতে দলের যেমন ক্ষতি হবে তেমনি স্থানীয়দের মধ্যে মিশ্র ধারনা তৈরি হবে। বঞ্চিত হবে ত্যাগী নেতাকর্মীরা। তাই অবিলম্বে এসব হাইব্রিড বিএনপিকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা। মাসুদের বিএনপি থেকে সকল সদস্য পদ বহিষ্কারের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামনের দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির নেতা কর্ম ও স্থানীয় বাসিন্দারা। মাসুদের বিরুদ্ধে বাবস্থা না নিলে অনেকে বিএনপি থেকে সরে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজ থেকে জানা গেছে, গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল তুলে দিয়ে মাসুদ বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ছায়েদুল আলম বাবুল, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, জেলা যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগরের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।