ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, পাঠাতে হবে বিকল্প প্রস্তাব


২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কারণ প্রতীক হিসেবে তালিকায় শাপলা নেই। সেজন্য দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে।

 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

আখতার আহমেদ বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্যে থেকে প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”

 

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।