এনসিপি-গণঅধিকারের একীভূতকরণ প্রক্রিয়া এগোলো কতটুকু?

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকারের এখনকার শীর্ষ নেতারা এক সময় হেঁটেছেন এক পথে। তরুণদের দল দুইটি রয়েছে একীভূত হওয়ার প্রক্রিয়ায়। কীভাবে, কোন প্রক্রিয়ায় দল দুইটি একীভূত হতে পারে, তা নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে।
তারা বলছেন, মধ্যপন্থার রাজনীতি ও তারুণ্য বিবেচনায় দল দুইটি এক হতে পারে। দলের নাম ও পদ-পদবীর বিষয়গুলো চূড়ান্ত হলেই আসতে পারে একীভূত হওয়ার ঘোষণা।
প্রশ্ন, সংসদ নির্বাচন ঘিরে কতটা এগিয়েছে আলোচনা? গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম কণ্ঠে শোনা গেলো ঐক্যের আভাস।