ঢাকা সোমবার, ২২শে সেপ্টেম্বর ২০২৫, ৮ই আশ্বিন ১৪৩২


বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ব্রাজিল


২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯

সংগৃহীত

ব্যাপক বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। রিও ডি জেনিরো, সাও পাওলো ও ব্রাসিলিয়ার সড়কে প্রতিবাদে জড়ো হাজার হাজার মানুষ।

 

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আলজাজিরা।

 

এতে বলা হয়, পার্লামেন্টে প্রস্তাবিত বিতর্কিত অ্যামনেস্টি বিলের প্রতিবাদে রোববার বিশাল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে দেশটির বামপন্থী ও শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ব্যানার হাতে স্লোগান দেয় শিক্ষার্থী, শিল্পী, মানবাধিকার কর্মীসহ সকল শ্রেনী-পেশার মানুষ।

 

সাও পাওলো ও ব্রাসিলিয়ার পাশাপাশি রাজধানী রিও’র অন্তত ২২ এলাকায় বিস্তৃত হয় বিশাল এ প্রতিবাদ সমাবেশ। এ সময়, মিছিলে অংশ নেয়া ৪০ হাজারেরও বেশি মানুষের সামনে গান গেয়ে প্রতিবাদ জানায় আগত শিল্পীরা।

 

উল্লেখ্য, বিতর্কিত এ বিলটি সংসদে পাশ হলে শাস্তি মওকুফ হতে পারে ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে আটক সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো’র। এরই জেরে বিক্ষোভে ফেটে পড়ে দেশটির নাগরিকরা।