ঢাকা শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২


গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৯ ফিলিস্তিনি


১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দি রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক।

 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রাখা হয়েছিল।

 

এ বিষয়ে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।