ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ


১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৪

সংগৃহীত

খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

 

বাবুর স্ত্রী ফারিয়া আফরোজ লিসা বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক তাদের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে বাবুর ছোট ভাই লিটন বাইরে উঁকি দিলে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যান।

 

পরিবারের সদস্যরা জানান, আবু হোসেন বাবু প্রায় নয় মাস ধরে অসুস্থ রয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত জানেন না তারা। এই ঘটনার পর থেকে পরিবারের সবাই বেশ আতঙ্কে রয়েছেন।

 

এদিকে, এই ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। তাতে দেখা যায়, অল্প বয়সী কয়েকজন ছেলে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে খুব ধীরে বাড়ির সামনের গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে।