বেনাপোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বেনাপোল পৌর এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা এলাকায় আয়োজিত এ সভায় পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ বিএনপি নেতৃবৃন্দ সর্বাধিক সতর্ক থাকবে। পূজার দিনগুলোতে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং পূজার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রী রবীন পাল, সভাপতি (ভারপ্রাপ্ত), বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন মোঃ আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি এবং মোঃ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি। এছাড়াও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।
আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বেনাপোল পৌর শাখা, যশোর।