পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেফতার

পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানানো হয়।
নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।
এর আগে, গত ২৮ জুলাই ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।