ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


ব্যালটে সিল মেরে বাক্স ভরার সুযোগ থাকবে না


১২ নভেম্বর ২০১৮ ১৯:১৩

ফাইল ফটো

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থাকলে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরার সুযোগ থাকবে না। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার কবিতা খানম এ কথা জানান।

কবিতা খানম বলেন, 'আমরা আগে দেখি আগে শুনি তারপরে যদি আমরা কথা বলি তাহলে মনে হয় আমাদের কথা অনেক কমে যাবে।'

প্রদর্শনীতে একাদশ সংসদ নির্বাচনে ব্যবহৃত হতে যাওয়া ইভিএমের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। ইভিএম প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। উদ্বোধনশেষে প্রদর্শনীতে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন সিইসি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সে সব কেন্দ্রে সেনাবাহিনীকে রাখার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের (ইসি)। শনিবার সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।


আরকেএইচ