ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জে জুবায়ের হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২


৬ মে ২০২৫ ২১:২৭

ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার ফুটপাতের হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার আসামি আরও দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়। 

 

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবাল হোসেন, স্বপন মিয়া, মোহাম্মদ সায়মন ও সানি। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ রাসেল ও হাসান। 

 

পুলিশ জানায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ শহরের সাধুপৌলের গির্জার সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের হোসেনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

এ ঘটনায় জুবায়ের মা মুক্তা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ মহানগর হকার লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ আটজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

 

এ মামলার তদন্ত শেষে ১৬ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন। 

 

হকার জুবায়ের হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়ে স্বজনেরা।