ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ওসিসহ ৩ কর্মকর্তা বরখাস্ত


৫ মে ২০২৫ ২০:০৫

ফাইল ফটো

চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি'র নিউমার্কেট এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।

 

কলাবাগান থানাধীন সোনারগাঁ রোডের বাসিন্দা আব্দুল ওয়াদুদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওসি মোক্তারুজ্জামান এবং একই থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল ও মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

অভিযোগকারী ওয়াদুদ বঙ্গবন্ধু পরিষদের একজন নেতা এবং তার বাড়িতে একটি মিনি চিড়িয়াখানায় রয়েছে বলে জানা গেছে।

 

তার লিখিত অভিযোগ অনুযায়ী, মামলার ভয় দেখিয়ে এসআই বেলাল ও মান্নান তার বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

 

পরে তিনি বিষয়টির বিস্তারিত বর্ণনা তুলে ধরে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

 

প্রাথমিতভাবে অভিযোগ খতিয়ে দেখে ওয়াদুদের বাড়িতে এসআই বেলাল ও মান্নানের প্রবেশ করার প্রমাণ পায় পুলিশ।

 

"উনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল। সেখানে তাদেরকে দেখা গেছে," বলেন নিউমার্কেট এলাকার এসি মি. লতিফ।

 

এ ঘটনার পেছনে কলাবাগার থানার ওসির হাত থাকার অভিযোগ করেছেন আব্দুল ওয়াদুদ। সেকারণে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।