ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ইভিএম সেনাবাহিনী দ্বারা পরিচালনার পরিকল্পনা


১০ নভেম্বর ২০১৮ ২৩:১৯

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সেনাবাহিনী দ্বারা পরিচালনা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘ জাতীয় নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেই কেন্দ্রগুলো সেনাবাহিনীর দ্বারা পরিচালনা করার আলোচনা করেছি। এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। কমিশন সিদ্ধান্ত নিলে এসব কেন্দ্রগুলো সেনাবাহিনী দ্বারা পরিচালনা করা হবে।’

তিনি আরো বলেন, আমরা যদি সেনাবাহিনীকে অনুরোধ করি, তারা যদি রাজি হন তাহলে ইভিএম কেন্দ্রগুলোর ওইসব এলাকায় সেনাবাহিনীর সদস্যরা নিযুক্ত থাকবেন। তাদেরকে আগে প্রশিক্ষণ নিয়ে সে সমস্ত কেন্দ্রে নিয়োগ করা হবে। আস্থা আনতে সেনাবাহিনী দিয়েই ইভিএম কেন্দ্রগুলো পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরকেএইচ