ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


ভোট গ্রহণের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে ইসি


৮ নভেম্বর ২০১৮ ১৮:০৪

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীল আগারগাওস্থ নির্বাচন ভবনের সভাকক্ষে সিইসিসহ চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে বসেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক চলছে।

ভোটের তারিখ নির্ধারণ ছাড়াও বৈঠকে নির্বাচনের উপকরণ সরবরাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে সিদ্ধান্ত হবে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের তফসিল ঘোষণা করতে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সিইসির ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

 

আরকেএইচ