ঢাকা রবিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৫, ১৪ই আশ্বিন ১৪৩২


জাবি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ফুচকার দোকানে চাঁদা দাবির অভিযোগ


১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৫

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অস্থায়ী ফুচকা ও চটপটির দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকার কয়েকটি অস্থায়ী দোকানে ভিন্ন ভিন্ন হারে চাঁদা দাবি করেন তারা। 

 

অভিযুক্তদের মধ্যে অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নবকে শনাক্ত করা হয়। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানায় ভুক্তভোগীরা।