ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১৩ই আশ্বিন ১৪৩২


৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন


২৫ নভেম্বর ২০২৪ ১২:২৪

ফাইল ফটো

উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

সোমবার (২৫ নভেম্বর) সকালে আসামিদের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে আদালতে শুনানি হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক আইজিপিকে উত্তরা পূর্ব থানার মামলায় রিমান্ড আবেদন করে।

 

এ সময় বিচারককে জানানো হয়, পুলিশ নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে। ১৫শ’র বেশি মানুষ মারা গেছেন। তাকে রিমান্ড নিলে আরও অনেক তথ্য পাওয়া যাবে।

 

এদিকে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে অশোভন আচরণ করেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা অভিযোগ করেন, তিনি চোখ রাঙান, শুনানির সময় বাজে মন্তব্য করেন, অথচ তার মধ্যে কোনো অনুশোচনা নেই।

 

তবে রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আসামিপক্ষের আইনজীবীদের।