ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১৩ই আশ্বিন ১৪৩২


শেরপুরের নকলায় নদীর পানিতে গোসল করতে নেমে সুমাইয়্যা আক্তার (৯) নামের এক দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে


২৪ নভেম্বর ২০২৪ ২০:৪০

ফাইল ফটো

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে এ ঘটনা ঘটে। সুমাইয়্যা আক্তার এলাকার কালু মিয়ার কন্যা এবং রেহারচর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী ছিলেন। 

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমাইয়্যা আক্তার আজ দুপুরে বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করতে নামলে নদীর পানির স্রোতে ভেঁসে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে নদীর পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবর রহমান বলেন, আজ দুপুরে চন্দ্রকোনা ইউপির রেহারচর এলাকায় সুমাইয়্যা আক্তার নামের এক শিক্ষার্থী মৃগী নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যান। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।