ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১২ই আশ্বিন ১৪৩২


দেশের মানুষ ৩৬৫ দিনই নিরাপদে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


১০ অক্টোবর ২০২৪ ১৫:০৮

ফাইল ফটো

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মাঝে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা।

 

বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ১৩ তারিখ দশমী পর্যন্ত সারাদেশে বিশেষ নিরাপত্তা থাকবে। যেখানে যতটা দরকার, সেই পরিমাণ সশস্ত্র বাহিনী দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দফতরে সেভাবেই কাজ চলছে।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ পূজা কমিটি জানিয়েছে পূজাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য তাদের কাছে নেই। সবাই সহযোগিতা করলে দেশের মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে।