ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১২ই আশ্বিন ১৪৩২


শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করলেন জয়


৮ অক্টোবর ২০২৪ ১০:১৯

ফাইল ফটো

গত দুই মাস ধরে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে আসছিলেন শেখ হাসিনা। সম্প্রতি গুঞ্জন ওঠে তিনি ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। এ গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

 

সোমবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, তার মা শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়।

 

জয় বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

 

এর আগে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।

 

গত ৩ অক্টোবর মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার নির্বাচনে লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ।

 

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টারে চরে বোন শেখ রেহানাকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে যান তিনি। সেই থেকে তিনি ওই দেশেই অবস্থান করে আসছেন।