ঢাকা বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


সারা দেশে জাতীয় যুব দিবস পালন


১ নভেম্বর ২০১৮ ২০:৫৯


নতুন সময় ডেস্ক,
জাতীয় যুব দিবস ২০১৮‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই শ্লোগানে জাতীয় যুব দিবস উপলক্ষে সারাদেশে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।করেসপন্ডেন্টরা জানান;

ঝিনাইদহ করেসপন্ডেন্ট:
কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের নতুন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুদ, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল করিম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে গরু মোটাতাজাকরণ, গাভী পালন, ব্যবসা ও পোশাক তৈরির জন্য ১২ জন যুবক-যুবতীর মধ্যে সাড়ে ১২ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
নেত্রকোনা করেসপন্ডেন্ট:
আজ বৃহস্পতিবার (১)নভেম্বর শহরের পারলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যেগে একটি যুব র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালিদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন খান।পরে যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরন করা হয়