ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৫, ১১ই আশ্বিন ১৪৩২


এবার ডাক্তার বি কে দাসের রেজিস্ট্রেশন স্থগিত


২৫ জুন ২০২৩ ০৩:১৭

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চিকিৎসা সেবায় গাফিলতির অভিযোগে রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের (বি কে দাস) রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিএমডিসি। এতে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।

বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২১ জুন বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. বি কে দাসের মাধ্যমে ১১ মাসের শিশু সন্তানের মুখে আংশিক তালু কাটা অপারেশনে শিশুটির মৃত্যু হয়। এই মর্মে শিশুটির বাবা ও মা অত্র কাউন্সিলে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার গ্রহণ ও তদন্তে প্রমাণিত হয় যে, চিকিৎসা কার্যে চিকিৎসক যথেষ্ট গাফিলতি করেছেন, যা প্রমাণিত হয়েছে।

এ অবস্থায় বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংস্থা থেকে প্রদত্ত অধ্যাপক ডা. বি কে দাসের রেজিস্ট্রেশন (A-16886) আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। স্থগিত আদেশ ২২ জুন ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখিত সময়ে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তিনি কোথাও কোনোরূপ চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি ওই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।