ঢাকা বুধবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৫, ১০ই আশ্বিন ১৪৩২


করোনায় আক্রান্ত ‌‌‘চিফ হিট অফিসার’ বুশরা


৬ মে ২০২৩ ০৩:৫৭

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন।

শুক্রবার (৫ মে) দুপুরে টেস্টের পর তার কোভিড আক্রান্ত হওয়ার কথা জানা যায়।

বুশরা আফরিনের ফুফাতো ভাই তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে বুশরার জন্য দোয়া চেয়েছেন তার বাবা ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

এর আগে, গত ৩ মে এক অনুষ্ঠানে বুশরাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।