ঢাকা মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


২০ অক্টোবর ২০১৮ ১৭:৫৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে গোলাম রব্বানী (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার ক্যাম্পের হাট এলাকার পসির উদ্দিনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী বলে গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটার সীমান্তের ৩৮৯ নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় ভারতের হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর লাশ ফেরত চেয়ে বিএসএফের প্রতি পতাকা বৈঠকের কথা বলা হয়েছে।

আইএমটি