ঢাকা বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫, ১৮ই পৌষ ১৪৩২


‘বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে সতর্ক থাকতে আইএমএফ থেকে ঋণ নেয়া হয়েছে’


৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২১

বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে সতর্ক থাকতে আইএমএফ থেকে ঋণ নেয় হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে ঢাকা আর্ট সামিটের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইএমএফ এর ঋণ সতর্কতার অংশ হিসেবে নেয়া হয়েছে। বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে নিজেরা সতর্ক থাকতেই এই ঋণ। আইএমএফের ঋণ দেশের জন্য কোনো বোঝা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আইকে