ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


ঘূর্ণিঝড় সিত্রাং: সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ


২৫ অক্টোবর ২০২২ ০১:৩২

ঘূর্ণিঝড় সিত্রাং আরও শক্তিশালী হয়ে উঠেছে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সাথে চট্টগ্রাম বন্দরে জেটি ও বহির্নোঙরে থাকা জাহাজ সরানো হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবেদেশের ৬টি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়ে আবহাওয়া অফিস।

এদিকে, নিরাপত্তার জন্য বরিশাল নৌবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।