ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই


১৬ অক্টোবর ২০২২ ০১:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই।

শনিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতীয় সংবাদ সংস্থা বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের বরাত দিয়ে বাসস জানায়, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিকমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।