ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


গাইবান্ধায় ভোট বন্ধ হওয়ায় জনগণ হতবাক হয়েছে: তথ্যমন্ত্রী


১৪ অক্টোবর ২০২২ ০০:২৩

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ হওয়ায় জনগণ হতবাক হয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনে কোথাও কোনো গণ্ডগোল হয়নি। এমন অভিযোগও ছিল না। তবুও ইসির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন ভোটাররা।

তথ্যমন্ত্রী আরও বলেন, ইসির সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে এতে সরকারের কোনো ভূমিকা নেই। কমিশনের সিদ্ধান্তই সবার উপরে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, বিএনপি যে তত্ত্ববধায়কের কথা বলে সেটার কোনো প্রয়োজন নেই।