ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বিএনপির রাজনীতিও নিষিদ্ধ করতে হবে


১১ অক্টোবর ২০১৮ ০০:১৯

ছবি সংগৃহীত

বিএনপির রাজনীতিও নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আওয়ামী যুবলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ওমর ফারুক চৌধুরী বলেন, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপি নেতাদের শুধু ফাঁসি নয়, রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, বিএনপি জঙ্গিদের মদদ দেয়, সন্ত্রাস সৃষ্টি করে। গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করে। তাই বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই।

সমাবেশ উপলক্ষে সকাল থেকে সেখানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। রায় ঘোষণার পর তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন বলে জানা গেছে।

আরকেএইচ