বিকেলে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা

আজ রোববার বিকেলে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়ার কথা রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। তবে গ্যাসের দাম কতভাগ বাড়ছে তা নিশ্চিত করেনি বিইআরসি। গ্যাস বিতরণ কোম্পানিগুলো গৃহস্থালি এবং বাণিজ্যিক ছাড়া সব গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাবের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
জুনের শেষে গ্যাসের দাম বাড়ানোর জন্য গণশুনানি শেষ হয়। সেই হিসেবে গ্যাসের দাম বৃদ্ধির জন্য বিইআরসির হাতে ৯০ দিন সময় ছিল। ফলে আইন অনুযায়ি এই সময়ের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে কমিশনের ঘোষনা দেয়ার কথা।
গত ১১ জুন থেকে গ্যাসের দাম ও সঞ্চালন বাড়ানোর বিষয়ে গণশুনানী শুরু করে কমিশন। চলতি বছরের মার্চ মাসে গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে ৭৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল। তবে আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি। সে সময় কমিশনের পক্ষ থেকে জানিয়েছিল এলএনজি এলে গ্যাসের দাম বাড়ানো হবে।
আরকেএইচ