ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


দুপুরে খালেদার চিকিৎসা শুরু


৭ অক্টোবর ২০১৮ ২২:২৯

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা রোববার দুপুরে শুরু হবে। এর আগে শনিবার (০৬ অক্টোবর) বিকেলে চিকিৎসার জন্য নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, আজ রবিবার দুপুর ১টার পর খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে।

তিনি বলেন, ‘উচ্চ আদালতের আদেশ অনুসারে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিক্যাল বোর্ড তার পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর আজ রবিবার দুপুর ১টায় মেডিক্যাল বোর্ড সভায় বসবে। সভার সিদ্ধান্ত অনুসারে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এর পর থেকে বিএনপি বারবার খালেদা জিয়া অসুস্থ বলে দাবি করে আসছিল। একইসঙ্গে দলটি খালেদার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর দাবি করছিল।

আইএমটি