ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


শনিবার অবরোধ শিথিল


৬ অক্টোবর ২০১৮ ০৭:৪৭

সরকারি চাকরিতে বাতিল কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গত বুধবার থেকে অবরোধ কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। টানা তিন দিনের কর্মসূচি আগামী কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তনের জন্য শিথিল করা হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার (৬ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক থাকবে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আতিকুল এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি আসবেন। পাশাপাশি অধিক সংখ্যক গ্র্যাজুয়েটদের যাতায়াত সহজ করার লক্ষ্যে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। শনিবার বিকেল ৩টার সমাবেশ শাহবাগেই অনুষ্ঠিত হবে। আজও আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবরোধ স্থগিত রেখেছি।

এসএ