ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বেনাপোলে পৃথক অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২


৫ অক্টোবর ২০১৮ ০৫:৫৪

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতায় পর পর দুটি অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- রুহুল আমিন (৬৫) পিতাঃ মৃত লালু মোড়ল, গ্রাম উত্তর বারোপোতা এবং অপরজন সকিনা বেগম (২৬) স্বামী মুকুল হোসেন (পলাতক) গ্রাম দক্ষিন বারোপোতা।

বেনাপোল পোর্ট থানা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার(৪ অক্টোবর) সকালে গোপন সংবাদ পেয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে উত্তর বারোপোতা থেকে ৩০০ বোতল এবং দক্ষিণ বারোপোতা থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যশোর সদর আদালতে তাদেরকে পাঠনো হয়েছে বলে বন্দর থানা সূত্রে জানা গেছে।

এমএ