ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


দুদকের জালে ধরা পড়ল দুদক কর্মচারী


৩ অক্টোবর ২০১৮ ০৭:৩৩

দুর্নীতি ও প্রতারণার দায়ে নিজ প্রতিষ্ঠানের কর্তব্যরত কন্সটেবল আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০২ অক্টোবর) তাকে বরখাস্ত করার বিষয়টি নতুনসময়কে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। বরখাস্ত কনস্টেবল দুদকের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন।

সূত্র জানায়, নিজেকে দুদকের পরিদর্শক পরিচয় দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভ্যাট সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে। মোট তিন দফায় রাজধানীর একটি এবং রমনা পার্কে এ অর্থ নেওয়া হয়।

মামলার কথা বলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষে ভয়ভীতি দেখিয়ে আসাদুজ্জামান তাদের কাছ থেকে তিন দফায় ১০ লাখের বেশি টাকা নিয়েছেন বলে অভিযোগ। দুদকের গোয়েন্দা কার্যক্রমে আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার এ অভিযোগ বেরিয়ে এলে তাকে বরখাস্ত করা হয়।

একেএ