ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আবারো আইসিইউতে


১৫ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কেবিন থেকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে শ্বাসকষ্ট কমে যাওয়ায় রোববার সকালে তাকে কেবিনে নেয়া হয়েছিল। এরপর শ্বাসকষ্ট শুরু হলে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইবনে সিনা হসপিটালে নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। উনার স্ত্রী অধ্যাপক শাহেদ রফিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন।