ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত


১৫ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩০

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত কাস্টমস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, ‘হিলি বন্দরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারতের কাস্টমস একটি চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছে। আজ সকাল থেকে পেঁয়াজের কোনো ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি।’

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। দামও বেড়েছে। তাই দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভারতীয় কাস্টমসের সঙ্গে কথা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে। পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।