ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


ডিএনসিসির তিন স্থায়ী কমিটির সদস্য হলেন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর


২৭ জুলাই ২০২০ ০৭:২৩

ফাইল ছবি

তরুণ আওয়ামী লীগ নেতা, উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ডে ২ বারের নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর জননেতা মোহাম্মদ শরীফুর রহমান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন পরিকল্পনায় তিনটি স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

১.শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটি
২.হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষন স্থায়ী কমিটি
৩.ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটি।

উত্তরা এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব নওয়াব আলী মাষ্টারের সুযোগ্য সন্তান সৎ, ন্যায় বিচারক, পরোপকারী, উচ্চ শিক্ষিত তরুণ প্রজন্মের বিচক্ষণ নেতা মোহাম্মদ শরীফুর রহমান।

উক্ত গুরুত্বপূর্ণ তিনটি স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় ডিএনসিসির ৫১ নং ওয়ার্ডের সর্বস্থরের সন্মানিত এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মেয়র আতিকুল ইসলামকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।

তিন কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মোহাম্মদ শরীফুর রহমান বলেন, আমার সমস্ত কর্মকান্ড এলাকার জনগণের সেবায় উৎসর্গ করে যাচ্চি সর্বদাই, আমি মনে করি উক্ত কমিটি সমুহের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করে আমার এলাকার জনগনকে সন্মানিত করা হয়েছে।