ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


ঢাকা ১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এমপি হিসাবে সবার মন জয় করে এগিয়ে আছেন যিনি


২৭ জুলাই ২০২০ ০৭:১৫

ফাইল ছবি

অভিভাবক শূন্য ঢাকা-১৮ আসন। যার আদর্শ আর ভালবাসায় এই আসনের উন্নয়ন সাধিত হয়েছে তিনি সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। যার উপলব্ধি এখন সকল নেতা-নেত্রী, কর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধার সহিত স্মরণ করছেন।

এরমধ্যেই অনেকের নাম উঠে এসেছে আলোচনায়। কে হবেন আগামী সংসদ সদস্য? তারই ধারাবাহিকতায় অনুসন্ধানী বিশেষ প্রতিবেদনে সরেজমিন সমীক্ষায় যার নাম বিশেষ উল্লেখযোগ্য তিনি "মানবতার ফেরিওয়ালা" নামে খ্যাত আওয়ামীলীগের বিশ্বস্থ কর্মী, সাবেক ছাত্র নেতা ও সফল ব্যবসায়ী নীপা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরু চৌধূরী।

ঢাকা-১৮ আসনের সর্বস্তরের জনগণ তাকে এমপি হিসাবে কাছে পেতে চায়। আলহাজ্ব খসরু চৌধুরী এ্যাডভোকেট সাহারা খাতুনের জীবদ্ধশায় দীর্ঘ ১২ বছর তার পাশে থেকে অসহায় মানুষের দুঃখ, দুর্দশা দুরীকরণে নিরলস ভাবে তার কর্মীদের নিয়ে নিঃস্বার্থ ভাবে গণমানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন বলে জানান স্থানীয় জনগণ। তিনি প্রয়াত এ্যাডভোকেট সাহারা খাতুন এমপির নির্দেশে ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে কেসি ফাউন্ডেশনের কমিটি গঠন করে সদস্যদের মাধ্যমে নিম্ন আয়ের অসহায় মানুষ, কর্মহীন, বেকার জনগোষ্ঠি, ফুটপাত ও বস্তিতে থাকা পরিবারের পাশে দাঁড়িয়েছেন আপন মহিমায়। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা এই নিরহংকারী মানবসেবী সম্প্রতি করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে যাওয়া বিশ হাজার পরিবারের পাশে দাঁড়ানোর কারণে এ আসনের প্রতিটি মানুষ তাকে "মানবতার ফেরিওয়ালা" হিসাবে উপাধি দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমনের ভয়ে ঢাকা-১৮ আসনের ব্যবসায়িক ও রাজনৈতিক নেতারা যখন নিজনিজ ঘরে বন্ধি তখনও মানবতার এই ফেরিওয়ালা খসরু চৌধুরী প্রতিটি ওয়ার্ডের অলিতে-গলিতে এবং স্কুল কলেজের মাঠে কেসি ফাউন্ডেশনের কর্মীদের নিয়ে ত্রাণ তৎপরতা চালিয়ে গেছেন মানুষ ও মানবতার সেবক হিসেবে। তার এই মহতী কাজের কারণে স্থানীয় সকল রাজনৈতিক, তৃনমূল, নেতাকর্মী ও আপামর জনসাধারনের কাছে বিশ্বস্থ ও জনপ্রিয় হয়ে উঠেছেন। বয়সে তরুণ, সদালাপী, মাটি মানুষের ভালবাসার প্রতীক সাবেক ছাত্র নেতা ও সফল ব্যবসায়ী মানবতার আর্দশের মাধ্যমে গণমানুষের হৃদয়ে শক্ত আসন করে নিয়েছেন।

ঢাকা-১৮ আসনের প্রতিটি থানার সরেজমিন ঘুরে দেখা যায়, অনেকেই আশা করছেন নমিনেশন নেয়ার কিন্তু এখনো সুস্পষ্ট ভাবে কেউ মুখ খুলছেন না। সবাই দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন বলে দাবী করছেন। তবে আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী ঢাকা-১৮ আসনের প্রাণ উত্তরখান ও দক্ষিণখানে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ইতোমধ্যেই তিনি জয় করে নিয়েছেন মানুষের মন। এ বিষয়ে তিনি এই প্রতিবেদককে জানান- "আমি ব্যবসায়ী মানুষ। নিজের চাওয়া, পাওয়ার কিছুই নেই। যদি মানুষের সেবা করার সুযোগ পাই। এর বেশি চাওয়ার নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও বিচক্ষণ। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকেই নমিনেশন দিবেন। যেই দলীয় মনোনয়ন পাবেন আমি তার পক্ষে থেকেই কাজ করে যাবো, ইনশাআল্লাহ"।

আলহাজ্ব খসরু চৌধুরী কেসি ফাউন্ডেশনের মাধ্যমে যে অবদান ও দৃষ্টান্ত স্হাপন করছেন তার বিশ্লেষণে সকলের ভালবাসায় তিনি এগিয়ে এটা অস্বীকার করার উপায় নেই। এখন শুধু সময়ের অপেক্ষা। আর একজন সৎ, আদর্শবান সংসদ সদস্য ঢাকা-১৮ আসনে নির্বাচিত হোক এটা সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী।