ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


সাহারা খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


২৭ জুলাই ২০২০ ০০:২৮

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর ১৮- আসনের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষ যার শূন্যতা অনুভব করেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। তার মৃত্যতে শোকের ছায়া আজ মুহ্যমান। সেই মাটি ও মানুষের নেত্রীর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় শনিবার ঢাকা-১৮ আসনের ১৪টি ওয়ার্ডের প্রায় অর্ধশত মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কে.সি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরু চৌধুরীর পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের ১৪টি ওয়ার্ডের প্রায় অর্ধশত মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল (বাদ আছর ও মাগরিবের পর) অনুষ্ঠিত হয়। উত্তরা ১১নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শিল্পোদ্যোক্তা কে.সি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী।

দোয়া মাহফিলে অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির রুহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা এবং করোনা থেকে মুক্তি, বন্যার প্রাদুর্ভাব থেকে মুক্তি ও দেশ ও জনগণের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ দোয়াতে অংশ গ্রহণ করেন।

ঢাকা-১৮ আসনের মাননীয় এমপি সাহারা খাতুনের মৃত্যুর পর বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা ও মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত আলহাজ্ব খসরু চৌধুরী উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন। তিনি বলেন- সাহারা আপার মৃত্যু, মেনে নেয়া কষ্টকর। আজ প্রতি পদেপদে আমরা তাকে উপলব্ধি করছি। রাজনৈতিক অঙ্গনে তার শূন্যতা কখনো হয়তো পূরণ হবে না। তিনি মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।