ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগের পর এবার পরিচালককে অব্যাহতি


২২ জুলাই ২০২০ ২০:২৪

ছবি প্রতিকী

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে। করোনাভাইরাসের টেস্ট জালিয়াতির অভিযোগে সিলগালা করা রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছিলেন তিনি।

এরআগে, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার পর জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নিয়োগ সম্পন্ন হবে।