‘শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার’, মধ্যরাতে ৩ শিক্ষক গ্রেপ্তার
-2020-07-09-13-17-16.jpg)
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে স্যোশাল মিডিয়া ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের দুই শিক্ষকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) মধ্যরাতে কলেজ ক্যাম্পাসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক নোমান সিদ্দিকী (৩৫), ইসলামী ইতিহাসের শিক্ষক জাহাঙ্গীর আলম (৪০) ও ফরক্কাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান (৩৮)।
সোমবার দুপুরে চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান অতিরিক্ত পুািলশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী।
মডেল থানার ওসি নাসিম উদ্দিন বলেন, ওই তিন শিক্ষক বিভিন্ন সময়ে ‘আয়েশা খন্দকার’ এবং ‘জয় আহমেদ’ নামের দুটি ফেসবুক আইডির মাধ্যমে চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিজিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল।