ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা


২০ জুলাই ২০২০ ২২:০৪

রাজধানীর মিরপুর, মহাখালি, ধানমন্ডি, মোহাম্মদপুরের বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল রোববার মধ্যরাত থেকে হতে থাকা প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। কিছু কিছু এলাকায় এখনো বৃষ্টির পানি জমে আছে।

বিশেষ করে মিরপুর রোডে সবচেয়ে বেশি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ধানমন্ডির সোবহানবাগ থেকে শুরু করে আড়ং পর্যন্ত বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আছে। এ ছাড়া মতিঝিলে নটরডেম কলেজের সামনের রাস্তায় পানি জমে থাকার খবর পাওয়া গেছে। ধানমন্ডি, পানি জমে আছে মোহাম্মদপুরের কিছু নিচু এলাকায়।

জলাবদ্ধতা আছে মহাখালিতেও। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) থেকে শুরু করে সংক্রামক ব্যাধি হাসপাতাল পর্যন্ত এলাকায় পানি জমে আছে। তেজগাঁও পুরোনো বিমানবন্দরের সামনের রাস্তাতেও বৃষ্টির পানি জমে আছে।