ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


সংরক্ষিত আসনের এমপি জেসী করোনায় আক্রান্ত


২৬ জুন ২০২০ ১৯:০৬

চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সকালে এমপি জেসীর নিকটাত্মীয় মনিরুজ্জামান সুইট সাংবাদিকদের এ তথ্য জানান।

মনিরুজ্জামান সুইট জানান, ঢাকায় সংসদ সদস্যদের নমুনা নেয়ার অংশ হিসেবে এমপি জেসীরও নমুনা নেওয়া হয়। গত ২৪ জুন রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি সংসদ ভবনে তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে অবস্থান করছেন।

তিনি আরও জানান, এমপি জেসীর স্বামী ও দুই সন্তান এবং গৃহকর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।