আশঙ্কাজনক অবস্থায় টেকনিশিয়ান বাবুল শিকদার

মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের সিনিয়র টেকনিশিয়ান বাবুল শিকদার (৪০) বিদ্যুতের লাইন মেরামত কাজ চলাকালে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের সিংগাইরে এই দুর্ঘটনা ঘটে।
আহত বাবুল রাজধানীর ঢাকা সিটি হাসপাতালের এইচডিউই-৬ এ প্রফেসর ডা. মো. শহিদুল বারি এফসিপিএস (সার্জারি) অধীনে চিকিৎসাধীন। তার অবস্থা এখন আশঙ্কাজনক। শরীরে প্রতিদিন ৪ ব্যাগ এবি+ রক্ত দিতে হচ্ছে।
স্থানীয়রা জানান, আহত বাবুল সিংগাইর উপজেলার ঘোনাপাড়া সাব-স্টেশন-১, ৩৩ কেভি লাইনে ত্রুটি দেখা দিলে তিনি পল্লী বিদ্যুৎ অফিসকে লাইনটি বন্ধ করার জন্য অনুরোধ জানান। কিন্তু অফিসে দায়িত্বে থাকা ব্যক্তি লাইনটি বন্ধ না করায় মেরামতের কাজে উপরে ওঠলে বিদ্যুৎ স্পর্শে তার কোমড় পুরো দুই পা পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, এই দুর্ঘটনার মুল কারণ অনুসন্ধানের জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষ বাবুল শিকদারের সুচিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে গেলে দুর্ঘটনা হতেই পারে। তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং দু’জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বাবুল শিকদারের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। বাবুল দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসে সিনিয়র টেকশিয়ান লাইনম্যান হিসেবে কর্মরত।
এমএ