ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী


৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের সময় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি সরকার গঠন করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর-বাসস

অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো কেমন হবে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমি বিরোধী দলীয় নেত্রীর (রওশন এরশাদ) সঙ্গে কথা বলতে যাচ্ছি। তারা যদি চান আমাদের সঙ্গে যোগ দিতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আমরা তাদের প্রতিনিধি নিয়ে সরকার গঠন করতে পারি। তারা ক্ষমতাসীন অথবা বিরোধী দল কিনা সেটা কোনও বিষয় না। তবে নির্বাচনকালীন সরকার সম্পর্কে এখানে কোনও সংজ্ঞা নেই।’

এসময় মঞ্চে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ-বিন-মোমেন।

এসএ